1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন – এক অজানা অধ্যায় রূপসদী সুজন কলেজে হামলা-হুমকীর প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ-মানববন্ধন ‘জীবনের চাকা আপনার হাতে’: আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তর পশ্চিম জোনের কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা থানায় অভিযোগ ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় পাঁচটি ফার্মেসীকে ২৮ হাজার টাকা জরিমানা সাংগঠনিক পদপ্রার্থী প্রতিবন্ধী মো: আব্দুর রউফ চৌধুরী বুড়িচং নতুন ইউএনও মোঃ তানভীর হোসেন যোগদান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন – এক অজানা অধ্যায়

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩২ বার পাঠ করা হয়েছে

শ্রমিক দুই ধরনের ১.কায়িক শ্রমিক ২. মানসিক শ্রমিক যিনি কোন প্রতিষ্ঠানে বা শিল্প কারখানায় অর্থের বিনিময়ে গতর খাটিয়ে কাজ করেন, তাকে কায়িক শ্রমিক বলা হয়।

অফিস- আদালতে এবং বিভিন্ন পেশায় যারা মেধা খাটিয়ে কাজ করেন তারা হচ্ছে মানসিক শ্রমিক। এক কথায় সকল আদম সন্তানই শ্রমিক। একসময় শ্রমিক মানে দাস প্রথা কে বুঝাত। এক্ষেত্রে বাংলাদেশে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের মাধ্যমে ইনসাফভিত্তিক ও শান্তিময় সমাজ কায়েমের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম।শ্রমিকদের জন্য সকল প্রকার আইনের সাহায্য- সহজলভ্য করার জন্য সেক্টর ভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠিত হয়ে থাকে।

‘Trade Union means union among the man of same trade to maintain thier rights. অর্থাৎ একই পেশার চাকরির লোকেরা তাদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। শ্রমিক মানব সভ্যতার- জনক। শ্রমিকদের জন্য সি বি এ(collective bargaining agent) /যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসেবে কাজ করে।

এছাড়া বিরোধ নিরসনে সরকার, মালিক ও শ্রমিক এই
ত্রিপক্ষীয়তার জন্য রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তথা ‘Tripartite consultative committee.এসব কয়টিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধিত্ব রয়েছে

উল্লেখ্য, দেশের প্রায় ছয় কোটি জনগোষ্ঠী শ্রমজীবি। এ বিশাল জনগোষ্ঠী কে কর্মদক্ষ করে গড়ে তোলা ও সকল প্রকার অধিকার প্রাপ্তিতে সরকার ও তার প্রশাসনের ভূমিকা জরুরী।
১৯১৭ সালে সৌভিয়েত ইউনিয়নে এক সময় সর্বহারার রাজত্ব কায়েম হয়েছিল।তাদের world Federation of trade Union কার্যকরী ভূমিকা রাখে। কার্ল মার্ক্সের নেতৃত্বে বিজয়ী হয় শ্রমিক আন্দোলন। তাদের স্লোগান ছিল ‘কেউ খাবে কেউ খাবে না-তা হবে না তা হবে না। কেউ থাকে গাছ তলায়- কেউ থাকে সাত তলায় তা হবে না -তা হবে না, দুনিয়ার মজদুর-এক হও, লড়াই কর।

তারা আজ দুনয়ায় ও সর্বহারা,আখেরাতেও সর্বহারা। একমাত্র ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক উন্নতি সম্ভব।এলক্ষ্যে শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে মুসলিম বিশ্বে গঠিত হয়েছে International Islamic confederation of labour, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্যতম সদস্য। মনে রাখতে হবে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল শ্রমিকদের প্রতিনিধিত্বের আওতায় এখনো আসেনি।

তুরস্কের শ্রমিক সংগঠন শক্তিশালী হওয়ায় সেখানে সামরিক অভ্যুত্থান রুখে দেয়া সম্ভব হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আকর্ষণীয় বক্তব্য হচ্ছে ‘ দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ -তার নাম হলো শ্রমিক কল্যান’। দৃশ্যমান কিছু কর্মসূচি চোখে পড়ার মতো, যেমন -মহান মে দিবস উদযাপন, গ্রীষ্মকালীন পিপাসার্ত শ্রমিকদেরকে শরবত পান করানো,শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা উপকরণ প্রদান,ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তা, ইত্যাদি।

শ্রমিক কল্যাণ ট্রান্সপোর্ট সেক্টরে শুধু ইনকাম নয় এবাদত ও মনে করে। ভাড়া/হ্রাস বৃদ্ধির প্রয়োজনে BRTA ‘র সাথে সংলাপে বসে সমাধান সম্ভব। যাতে করে যাত্রীসেবা সন্তোষজনক পর্যায়ে থাকে । ‘শ্রমিক আল্লাহর বন্ধু’-আল হাদিস।

এই উক্তির প্রতি খেয়াল রেখে জনগণ, সরকার ও স্থানীয় প্রশাসন জাহিলি যুগের মানসিকতা পরিহার করে তাদের পেশার প্রতি সম্মান প্রদর্শন করা। তাহলে একসময় শ্রমিকদের হাতের তৈরি বিল্ডিংয়ের ইটগুলো হবে সভ্যতার অংশ।

ছবিতে শ্রম ন্ত্রণালয়ের নির্বাচিত শ্রমিক প্রতিনিধি, এম.ফিল ডিগ্রীধারী,বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের আইনজীবী জনাব আতিকুর রহমান।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের -জেনারেল সেক্রেটারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি