1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনে উদ্যোগে যানজট নিরসন বেগম খালেদা জিয়া এ নাম শুধু একটি রাজনৈতিক পরিচয় নয় একটি অগ্নিময় ইতিহাস রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আকবরশাহ থানা কর্তৃক পরিচালিত অভিযানে ০৪ জন আসামী (দুই জন রোহিঙ্গা নাগরিক) গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে ফসলি জমি বিনষ্ট করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে অভিযুক্তকে ১,০০,০০০/ টাকা জরিমানা নাটোরের নলডাঙ্গায় আহমদ আলী নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

রামপালে সড়ক নির্মাণে অনিয়ম পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮ বার পাঠ করা হয়েছে

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালের কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়ক নির্মাণে অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৪ মে) বিকাল ৫ টায় উপজেলার কৈগর্দাসকাটি গ্রামে এ মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ সময় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া এবং বালু ব্যবহার করা হচ্ছে। সড়কের দুই পাশে প্রয়োজনীয় পাইলিং না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে না। এ প্রতিবাদ করায় ঠিকাদার সোহেল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তারা। তারা দাবি করেন, রামপাল থানার ওসি আতিকুর রহমান এলাকাবাসীকে হুমকি দিয়েছেন এবং নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এলাকাবাসী দ্রুত প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে কাজ সম্পন্ন করা এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। ঠিকাদারকে অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি রাস্তার কাজে চাঁদা দাবি করায় তা বন্ধ হয়ে যায়। পরে আমরা গিয়ে পুনরায় কাজ শুরু করি এবং পরবর্তীতে কেউ যেন বাধা না দেয় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করি। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি