গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় প্যারাডাইস স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে নলডাঙ্গার বাজারে এই মানববন্ধন-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় নলডাঙ্গা প্যারাডাইস স্কুলের পরিচালক
মোঃ লতিফুর রহমান,স্কুলের প্রধান শিক্ষক,মোঃ বেলাল হোসেন,স্কুলের সহকারি শিক্ষক
মাওলানা মোঃ রবিউল ইসলাম রূমীসহ স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন,শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা
Leave a Reply