1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বুড়িচং উপজেলা ছাত্রদলের  আগামীর কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা ও দিকনির্দেশনা মূলক সভা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা এবার ১১৬ বছরে পা দিল প্রসাদনগর এতিমখানায় নানান দুর্নীতি ও অবৈধ পারিবারিক কমিটি বিলুপ্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন বাগেরহাটে মুক্তিপণেরর দাবিতে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার আটক-৪ মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ ব্যবস্থা না নিলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষনা নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে একটি বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন মাদকের গডফাদার এলিজা কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের ডিজিএমের বিরুদ্ধে মাটি, গাছ ও যন্ত্রাংশ অবৈধ বিক্রির অভিযোগ ব্রাহ্মণপাড়ায় হাড়ভাঙ্গা ডাক্তারের ভুল চিকিৎসায়  শিশুর হাত অকেজোর পথে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে অতিরিক্ত ভাড়া নেয়ায় সিএনজি চালক’কে ৫ দিনের জেল

মাদক নিয়ন্ত্রণে সীমান্তে টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান করা হবে

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

গোলাম কিবরিয়া বুড়িচং

ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বাড়িতে মাদক বিক্রি হয়। এসব বিক্রেতাদের কাছ থেকে মাদক সেবীরা মাদক ক্রয় করে ও গ্রহণ করে। এছাড়া ওইসব এলাকার লোকজন অধিকাংশই মাদক ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান চালিয়ে তাদের ধরতে হবে।

সোমবার (২৪ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরে বিজিবি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

আইনশৃঙ্খলা কমিটির সভায় বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, ঈদ আসলেই সীমান্তে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। বিভিন্ন অঞ্চল থেকে মোটরসাইকেল বহর নিয়ে মাদক সেবীরা সীমান্ত এলাকায় যায় এবং মাদক গ্রহণ করে। ফলে আইনশৃঙ্খলার অবনতি হয়, এ বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি তদন্ত শহীদুল্লাহ, কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, পল্লী বিদ্যূৎতের ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বিজিবি প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশলী, ফায়ার সার্ভিসের ইনচার্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ।

আলোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাপ্তরিক কর্মকর্তাদের আরব ভূমিকা রাখার জন্য আহবান জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা সাহিদা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি