মোঃ রেজা
বিগত প্রায় একযুগ ধরে সারাদেশে গ্যাস সংযোগ বা রাইজার দেওয়া বন্ধ থাকলে কুমিল্লা সদরে চলছে রাতের আধারে গ্যাস ও রাইজার বাণিজ্য।
কুমিল্লা ক্রাইম বার্তা কাছে একটি ফোন আসে তাতে বলা রাত ১২ টার সময় রাস্তা কেটে গ্যাস সংযোগের মেন পাইপ থেকে সরাসরি লাইন নেওয়া হচ্ছে চোরাই ভাবে।
পরে কুমিল্লা ক্রাইম বার্তার টিম সরাসরি ঘটনাস্থানে গেলে তাতে দেখা যায় রাস্তা থেকে সরাসরি মেইন পাইপ কেটে দুটি ফ্লেটে দুইটি নতুন লাইন সংযোজন করা হয়েছে।
এ বিষয়ে আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ কোন কিছু জানে না বলে জানিয়েছেন।
তবে চোরাই ভাবে লাইন নিলেও দুই লাইনে দুটি মাথায় নেই কোনো রাইজার, ঝুঁকিপূর্ণভাবেই রেখে দেয়া হয়েছে।
Leave a Reply