স্টাফ রিপোর্টার:-
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদা না দেওয়ায় আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, আম ব্যবসায়ী রমজান আলীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন এবং মটর সাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া এলাকার আব্দুল গণির ছেলে মোঃ রমজান আলী আমসহ বিভিন্ন ফুলের পাইকারি ব্যবসায়ী। তার কাছ থেকে আম পাইকারি এনে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, সাহেবাবাদ, চান্দলা, কসবা, নয়নপুরসহ বেশ কয়েকটি বাজারের খুচরা ব্যাবসায়ীরা ফুল এনে বিক্রি করে আসছে।
অভিযোগে বলা হয়, পাইকারি আম ব্যবসায়ী রমজান আলীর কাছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেঁতাভূমি আনন্দপুর পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ স্বপন মিয়া আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। রমজান আলী চাঁদা দিয়ে অস্বীকার করলে গত ১২ মে দুপুর আনুমানিক ১ টায় চান্দলা টানা ব্রিজ এলাকায় মোঃ স্বপন মিয়া(৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন হামলা করে।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবুল কালাম আজাদ নামে এক আম ব্যবসায়ী।
এ সময় রিজনের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন এবং মটর সাইকেল ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম দেখা গেছে বলে জানান।
ভুক্তভোগী ব্যবসায়ী রমজান আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত আমি এই এলাকায় ব্যবসা করে আসছি। সে আমাকে বলে এই এলাকায় ব্যবসা করতে হলে তাকে প্রতি মাসে চাঁদা দিতে হবে। দাবি না মানায় রমজান আলী যদি চাঁদা না দেয় তাহলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেন। এবং ১২ তারিখ দুপুরে চান্দলা টানা ব্রিজ এলাকায় হামলা চালায়। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই অমরত জানান,
অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।