সাংগঠনিক পদপ্রার্থী প্রতিবন্ধী মো: আব্দুর রউফ চৌধুরীকুমিল্লা জেলা বুড়িচং উপজেলা ১ নং রাজাপুর ইউনিয়নের আবদুল রউফ চৌধুরী যিনি একজন প্রতিবন্ধী এবং জাতীয়তাবাদী দলের রাজপথের লড়ুকা সৈনিক বিগত ১৭ বছর রাজনীতি থেকে পিছপা হননি।
বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী(মোঃ আব্দুল রউফ চৌধুরী) বলেনঃ রাজাপুর ইউনিয়নের কাউন্সিলর ভোটার সকল ভাই বোনদের প্রতি আমার আবেদন আমি মেধা, যোগ্যতাও আপনাদের পছন্দের একজন হয়ে থাকলে সকলে আমাকে ভোট এবং সামর্থন করে নির্বাচিত করবেন এবং সকলে আমার পাশে থাকবেন।
আপনাদের মাঝে আমি কিছু কথা তুলে ধরলাম, আশা করি আপনারা সকলে ভালো আছেন।আমি বিগত ১৭ বছর ধরে বিএনপির একজন নিবেদিত নিষ্ঠাবান প্রান প্রিয় কর্মী।আমি বিএনপির পাশে বিগত ১৭ বছর ছিলাম এবং বর্তমানেও আছি ভবিষ্যতে থাকবো।
আমি আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমল থেকেই বিভিন্ন অত্যাচার জুলুম জবরদস্তি সহ্য করে বিএনপির সকল মিছিল জনসভা করেছি এবং যখন মাঠে কেউ ছিলো না তখন নিজের মৃত্যুর পরোয়া না করে জীবন বাজি রেখে কুমিল্লা, বুড়িচং উপজেলার, রাজাপুর ইউনিয়ন, চড়ানল গ্রাম থেকে ঢাকা নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে ছিলাম।
আপনারা সকলে তা দেখেছেন এবং জানেন। প্রত্যেকটা আন্দোলনের ফটো আমি ফেইসবুকে প্রচার করেছি, সবার কাছে আমার আকুল আবেদন সবাই আমার বিষয়টা একটু বিবেচনা করবেন।