বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তানভীর হোসেন। মাঠ প্রশাসনে সাফল্য বয়ে আনুক এই প্রত্যাশা।
আধুনিকীকরণের সংজ্ঞায় দেখা যায় তৈরিতে কার্যকরী। আবার সমস্যা ও তৈরি হয়, দূরের কিংবা কাছের তৈলমর্দন কারীদের সংখ্যা বেড়ে গেলে। কলম সৈনিকেরা কলম ধরবে, সমস্যা নিয়ে লিখবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
ভারতীয় পত্রিকায় একেএম ফজলুল হকের বিরুদ্ধে লিখতে লিখতে কলমের ডগা দিয়ে রক্ত বের হতো, চোখের পাতা জোড়া লাগতোনা কলম সৈনিকদের। সময়ের প্রেক্ষাপটে আজ ভারতের বায়ুসেনাদের ও বায়ু নাই। বাংলাদেশ আজ রক্ত স্নাত বিপ্লবের স্তম্ভের উপর দাঁড়িয়ে।
আত্মত্যাগীদের প্রতি Fellow feelings – জরুরী। মূল্যায়নের ধারাবাহিকতায় তৈরি হবে- A Caravan for truth and Justice. আল্লাহ আপনার পথ চলাকে সুন্দর করুক
Leave a Reply