1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখনো বিআরডিবি চেয়ারম্যান প্রশাসনিক ব্যর্থতা না রাজনৈতিক ছত্রছায়ায় মাদক বানিজ্য নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্য এস আই আনিস বুড়িচংয়ে বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ সিএনজি জব্দ করেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদরাসার দেওয়া দুপুরের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আক্তার হোসেন নামের এক ভূমি দস্যুর অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরীর শিক্ষা বিপ্লব বদলে দিয়েছে ব্রাহ্মণপাড়া আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র মনির গ্রেফতার বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে

ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আজ দিনটি সরকারি ছুটি। এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।

এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।

তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’।এদিকে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

হাজার বছর ধরে এদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

ড. ইউনূস বলেন, মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানবজাতিকে আলোকিত করেছেন। মানুষের মধ্যে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি