1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আক্তার হোসেন নামের এক ভূমি দস্যুর অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরীর শিক্ষা বিপ্লব বদলে দিয়েছে ব্রাহ্মণপাড়া আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র মনির গ্রেফতার বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন পর্যটকদের জন্য বাগেরহাটে আধুনিক মোটেলের যাত্রা শুরু বেলায়েত হোসেন বিল্লাল সাহস, সংগ্রাম ও রূপান্তরের প্রতীক পোল্ট্রি ফার্মের পরিবেশে দূর্গন্ধ সৃষ্টি থাকায় ভ্রাম্যমান আদালতে মালিককে জরিমানা বাবাকে হত্যার পর  আত্মসমর্পণ করেছে মেয়ে কুমিল্লা জেলায় বানিজ্য মেলায় চলছে জুয়ার মেলা বাগেরহাটের রাখালগাছিতে কর্মজীবী নারী’র উদ্যোগে অবহিতকরণ সভা

আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরীর শিক্ষা বিপ্লব বদলে দিয়েছে ব্রাহ্মণপাড়া

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮ বার পাঠ করা হয়েছে

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অন্যতম বড় অর্জন হলো শিক্ষার বিস্তার ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

তবে এই অর্জনের পেছনে সরকারের পাশাপাশি অসংখ্য মানবিক চিন্তাশীল ব্যক্তি ও শিক্ষা উদ্যোক্তার একান্ত প্রচেষ্টা ও ত্যাগ রয়েছে। তাঁদের একজন হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান, জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী।

যিনি শুধু প্রতিষ্ঠান নির্মাণ করেননি, বরং গড়েছেন স্বপ্ন, জাগিয়ে তুলেছেন সম্ভাবনা, আর মানবিক মূল্যবোধে আলোকিত সমাজ গড়ার নিরব যোদ্ধা হয়ে উঠেছেন।

তাঁর হাতে গড়া ১১টি প্রতিষ্ঠান এখন ব্রাহ্মণপাড়ার প্রতিটি পরিবারে আলো পৌঁছে দিচ্ছে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ধর্মীয় শিক্ষা, পাঠাগার সংস্কৃতি, নারী ক্ষমতায়ন— প্রতিটি খাতে তাঁর অবদান চমৎকৃত করে।

 তাঁর প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ:
১) মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ – ব্রাহ্মণপাড়ায় উচ্চশিক্ষার প্রথম সেরা ঠিকানা, যেখানে শত শত শিক্ষার্থী প্রতিনিয়ত মেধা ও মননে সমৃদ্ধ হচ্ছে।

২) আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ – নারী শিক্ষায় এক অনন্য অবদান। গৃহবধূ থেকে শুরু করে গ্রামীণ তরুণীদের স্বপ্ন পূরণের মাধ্যম।

৩) আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় – মাধ্যমিক স্তরে শিক্ষার ভিত্তি গড়ে তোলা একটি বিস্ময়কর প্রতিষ্ঠান।
৪) মুমু-রোহান কিন্ডারগার্টেন – শিশুশিক্ষায় আধুনিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত।৫) ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল – স্বাস্থ্যসেবায় এক অনন্য অবদান। দরিদ্র মানুষদের জন্য চিকিৎসা সহজলভ্য করার অঙ্গীকার।৬) আশেদা-জোবেদা ফোরকানিয়া মাদ্রাসা – ধর্মীয় শিক্ষায় শিশুদের নৈতিক গড়নে অবদান রাখছে।

৭) মিজানুর রহমান খান কিশোরী পাঠাগার – পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্যচর্চার এক শান্ত আবাস।
৮) মোশাররফ হোসেন খান চৌধুরী ফাউন্ডেশন – সামাজিক উন্নয়ন, ত্রাণ তৎপরতা ও মানবকল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে।
৯) আব্দুর রাজ্জাক খান চৌধুরী লাইব্রেরী – জ্ঞান আহরণ ও গবেষণার কেন্দ্র।

১০) কলেজ পাড়া জামে মসজিদ – ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখার পবিত্র স্থান।
১১) মোশাররফ হোসেন খান চৌধুরী ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা – পবিত্র কোরআনের আলো ছড়ানো একটি নিবেদিত প্রতিষ্ঠান।

প্রতিটি প্রতিষ্ঠানেই তাঁর স্পষ্ট দিকনির্দেশনা, দাতা মনোভাব এবং আত্মিক দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে। ব্রাহ্মণপাড়ার মানুষ আজ এই শিক্ষা বিপ্লবের জন্য তাঁর কাছে চিরঋণী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি