মোঃ শাহজাহান বাশার স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে অসংখ্য পরিবার প্রতিনিয়ত চরম হয়রানি ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ রয়েছে, বিআরডিবির বর্তমান চেয়ারম্যান মো. আক্তার হোসেন তার ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অন্তত ৫০ থেকে ৬০ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
প্রবাসী মতিউর রহমান হেলাল জানান, তাঁর পৈতৃক সম্পত্তিতে বিএস খতিয়ান থাকা সত্ত্বেও আক্তার সেই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেছেন এবং গ্রামবাসীকে হয়রানি করছেন। এমনকি তাঁর মা ও ভাইয়ের বিরুদ্ধেও মামলা করে হয়রানি করেছেন তিনি।
জজু মিয়া নামের আরেক ভুক্তভোগী জানান, তিনি আক্তারের আত্মীয়ের কাছ থেকে জমি ক্রয় করে বর্তমানে মিথ্যা মামলার শিকার হয়েছেন। নাইঘরের সাবেক চেয়ারম্যান আলী আকবর বলেন, তিনি দীর্ঘ ১৩ বছর ঘুরে নিজের জমি উদ্ধার করেছেন।
ভুক্তভোগীরা বলছেন, “আমরা সাধারণ মানুষ, আক্তারের মতো পেশাদার মিথ্যাবাদী ও দখলবাজের বিরুদ্ধে একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। প্রশাসন আমাদের পাশে না দাঁড়ালে আমরা পথে বসবো।