1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ ভূমিদস্যু আক্তারের খপ্পরে ৫০টি পরিবার ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ ব্রাহ্মণপাড়ায় জামতলী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠি জামালপুরে ভূমিদস‍্যুদের হাত থেকে রক্ষা হল রেলওয়ের ১ একর ২১ শতাংশ জমি আশুলিয়ায় হকার খোকার সন্ত্রাসের রাজত্ব চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে উত্তাল জনসাধারণ বুড়িচং উপজেলা ছাত্রদলের  আগামীর কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা ও দিকনির্দেশনা মূলক সভা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা এবার ১১৬ বছরে পা দিল প্রসাদনগর এতিমখানায় নানান দুর্নীতি ও অবৈধ পারিবারিক কমিটি বিলুপ্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন বাগেরহাটে মুক্তিপণেরর দাবিতে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার আটক-৪ মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ ব্যবস্থা না নিলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষনা

পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে এই সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামান’সহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দীর্ঘ সতের বছর পর স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছি, আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরে নতুন স্বাধীনতা অর্জনের মহানায়ক ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এ বিদ্যালয়কে বাগেরহাটের ভিতরে একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এজন্য বিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

যেহেতু এটি একটি বালিকা বিদ্যালয় এখানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে যত রকম কাজ করা দরকার সবকিছুই আমি করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এলাকায় যে সমস্ত বখাটে ছেলেরা আছে, যারা মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষকদের সাথে আলোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল বলেন, এতদিন যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তারা সবাই ছিল সিনিয়র কিন্তু এবার আমরা একজন নবীন ম্যানেঞ্জিং কমিটির সভাপতি পেয়েছি।

তিনি আজ সভাপতি হয়ে প্রথম আমাদের বিদ্যালয়ে এসেছেন এমনটি নয়, তিনি বিগত সময়ে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকমূলক কাজে সহযোগিতা করেছেন।

৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা তিনি আমাদের সাথে থেকে সমাধান করেছেন। এমন তরুণ একজন ব্যক্তিকে আমরা সভাপতি হিসেবে পেয়ে খুবই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি