তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতির নেতৃত্বে মুক্তিপনের দাবীতে আটকে রাখা এক নারী'সহ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বুধববার (২৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাজী এমদাদ হোসেনের দক্ষিন আমবাড়ি গ্রামের বাড়ি থেকে মুক্তিপনের দাবীতে আটকে রাখা এই তিন শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করা হয়।
এসময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দক্ষিন আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), একই এলাকার সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চরকুড়িয়া এলাকার এস এম শাহাবুদ্দিনের ছেলে শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য নিশ্চিত করে জানান, এই শ্রীলঙ্কান নাগরিকদের সাথে আপহরকারী চক্রের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর তাদের সাথে যৌথভাবে ব্যবসার কথা বলে বাগেরহাটের মোলালাহাট উপজেলার আমবাড়ী গ্রামের শহিদুল শেখ তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানায়।
ব্যবসায়িক আমন্ত্রণে সাড়া দিয়ে তিন শ্রীলাঙ্কান নাগরিক গত ২২ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছালে শহিদুল শেখ তাদের একরাত ঢাকার একটি হোটেলে রেখে পরদিন একটি মাইক্রোবাসে করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিন আমবাড়ি গ্রামে আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাজী এমদাদ হোসেনের বাড়ীতে নিয়ে আসে।
এরপর এই চক্রটি তিন শ্রীলঙ্কার নাগরিককে আটকে রেখে মুত্তিপনের দাবীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সাথে যোগাযোগ করে। মুক্তিপনের দাবীতে আটকে থাকা এসব শ্রীলঙ্কার নাগরিকের পরিবার বিষয়টি সে দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশের শ্রীলঙ্কান হাইকমিশনকে জানায়।
শ্রীলঙ্কান হাইকমিশন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে শুরু হয় তোলপাড়।
পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা এরপর শ্রীলঙ্কায় মুক্তিপন চেয়ে যোগাযোগ করা মোবাইল ফোন নাম্বারটি ট্রাকিং করে বুধববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকের নের্তৃত্বে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাজী এমদাদ হোসেনের দক্ষিন আমবাড়ি গ্রামের বাড়িতে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়।
গ্রেফতার করা হয় চার অপহরণকারীকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার