নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপালে গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে অবস্থিত, আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় জ্বাল স্বাক্ষর করে কমিটি গঠন করা, পারিবারিক তন্ত্র, দূর্নীতি ও অনিয়ম বহির্ভুত সুষ্ঠ পরিচানার জন্য অবৈধ কমিটি বিলুপ্ত করার দাবিতে মানববন্ধন করছে গ্রামবাসী। সোমবার (১৪ই এপ্রিল) বিকাল ৫ টায় প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিএনপি নেতা-কর্মী সহ এলাকার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের উপস্থিতি ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রসাদনগর আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় আওয়ামীলীগের আমলে স্থানীয় আওয়ামী চেয়ারম্যানের সহযোগিতায় অনেক সদস্যের স্বাক্ষর জ্বাল করে একই পরিবারের আপন দুই ভাই মো:সাইফুল ইসলাম কে সভাপতি ও মো:আসাদুজ্জামান কে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
অনৈতিক সুভিধা ভোগ করার জন্য অবৈধভাবে গঠন করা কমিটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সাইফুল, আসাদুজ্জামান ও তার পরিবারের লোকজন হামলা-মামলার ভয় দেখায়। প্রতিষ্ঠানটির কোন প্রকার আয় ব্যায়ের হিসাব তারা গ্রামবাসীকে জানাতে নারাজ। বিভিন্ন দান অনুদানের টাকা আত্মসাৎ সহ নানান অনিয়ম ও দূর্নীতির কারনে বর্তমানে প্রতিষ্ঠানটির বেহাল দশা।
শিক্ষার্থীদের দেওয়া হয় না ভালো খাবার, যার খারাপ প্রভাব পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের উপর, কমে গেছে ছাত্র সংখ্যা, নষ্ট হয়েছে সুনাম। এ ব্যাপারে জানার জন্য প্রতিষ্ঠানটির সভাপতি মো: সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, এতিমখানার প্রতিষ্ঠাতা জনাব আ: রশিদ হাজরা, মাওলানা আলআমিন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মেজবাহ উদ্দিন মুক্ত,
ওয়ার্ড বিএনপির সভাপতি জমিদাতা মো: আবুল কাইয়ুম ইজারদার, সেচ্ছাসেবক দলের সদস্য মো: আবুল বাশার, ইয়াছিন শেখ, মনি শেখ, মিলন শেখ, হালিম শেখ, জাহাঙ্গীর গাজী, আবুবক্কার শেখ, নুর ইসলাম, আ: সামাদ গাজী প্রমুখ।
প্রসাদনগর আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়ন, প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা ও সার্বিক উন্নতির জন্য এই পরিবার তান্ত্রিক অবৈধ কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা এবং উপস্থিত গ্রামবাসী