কুড়িগ্রামে আইন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ওপেনে মাদক ব্যবসা চালাচ্ছেন মাদকের গডফাদার এলিজা
বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের সদর উপজেলার মহিলা আওয়ামিলীগের সদর উপজেলার নেত্রী মোছাঃ এলিজা বেগম পিতাঃ ইব্রাহিম হোসেন গুরাতিপাড়া স্টেশন পুলিশ ফাঁড়ি রোড সদর কুড়িগ্রাম ও তার সহযোগী সাজিদুল মহরী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওপেনে চালাচ্ছে মরন বেদী মাদক দ্রব্য, এলিজা বেগম
তার সহযোগী সাজিদুল মহরীর মাধ্যমে বডার থেকে হিরোয়ীন এনে যুবসমাজকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, এভাবে কুড়িগ্রামের সব জায়গায় তার মরন ব্যাধী মাদক হিরোয়ীন
এখন সব জায়গায় ছরাচ্ছে, তার মাদক যতিনের হাট কুড়িগ্রাম, মোগলবাসা ইউনিয়ন, যাত্রাপুর ইউনিয়ন, পাটেশ্বরী, ও কাঁঠালবাড়ি ইউনিয়ন, এ সব এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে, চালাচ্ছে মরন ব্যাধী মাদক ব্যবসা
তাই দ্রুত মাদক ব্যবসায়ী এলিজা ও তার সহযোগী সাজিদুল মহরীকে গ্রেফতার না করলে যুব সমাজকে মাদকের হাত থেকে বাচানো যাবে না, তাই এলাকা বাসী প্রশাসনের কাছে দুটো দুটো এলিজা ও তার সহযোগী সাজিদুল মহরী কে গ্রেপ্তারের দাবী জানাচ্ছেন এলাকা বাসী বলেন এলিজা বেগম যেভাবে মাদক ব্যবসা চালাচ্ছেন তাতে আমাদের ছেলে মেয়ের এলাকায় মানুষ করা অসম্ভব তাই তারা গ্রেফতারের দাবি জানাচ্ছেন