মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় হাড় ভাঙ্গা ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ৬ বছরের শিশু মোঃ মুহাইমিন বিল্লাহের হাত অকেজো হওয়ার পথে
শিশুটির পরিবার থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেন।উক্ত বিষয়ে ব্রাহ্মণ পাড়া থানার টাকই গ্রামের (ছাফর অলীর বাড়ির) মৃত মোহর আলীর ছেলে
মোঃ আবুল কাশেম জানান, আমার (নাতি) মুহাইমিন বিল্লাহ আজ থেকে প্রায় এক মাস পূর্বে হাতে আঘাত পায় তারপর আমরা সাথে সাথে তাকে উপজেলা টাটেরা পশু হসপিটাল সংলগ্ন টাটেরা হাড়ভাঙ্গা ও পঙ্গু চিকিৎসালয়ে নিয়ে যাই সেখানে উপজেলার আছাদ নগর পশ্চিম পাড়া গ্রামের জরুদ্দি ভূইয়া বাড়ির
মোঃ সামছু মিয়ার ছেলে ডাক্তার কামাল হোসেন ভূইয়া (৪৫) আমার নাতির হাত এক্সরে করে জানান, হাড় ভেঙ্গে গেছে এখন তার হাতে প্লাস্টার করতে হবে। তারপরে তার হাত প্লাস্টার করে ব্যান্ডেজ করে দেন।
আমরা কিছু দিন পর পর তিন বার তার কাছে নাতিকে নিয়ে গেলে শেষ বার গত ২৮/০৩/২০২৫ইং তারিখে হাতের ব্যান্ডেজ খুলে দেখি তার হাত বাকা হয়ে গেছে।
আমরা হাত বাকা হওয়ার বিষয়ে জানতে চাইলে, ডাক্তার কামাল হোসেন আমাদের গালি গালাজ করে হুমকি ধমকি দিয়ে বিদায় করে দেয়।
বর্তমানে আমার নাতির হাতের অপারেশন হয়ে কুমিল্লা ট্রমা সেন্টারে রয়েছে। ডাঃ কামাল তিন বারে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে টাকার বিনিময়ে আমরা তার কাছে হয়রানি হয়েছি আমরা তার বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার কামাল বলেন, বাচ্চাটাকে যখন নিয়ে আসে তখন আমি বলেছি এটা অপারেশন ছাড়া সম্ভব হবে না কিন্তু তারা বলছে আপনে ব্যান্ডেজ করে দেন ঠিক হয়ে যাবে।
ব্যাম্ডেজ করার পরে হাত নাড়া চাড়া করার কারনে হাত বাকা হতে পারে।ডাক্তার কামাল হোসেন এর বিষয় একজন সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি জানান তার ডাক্তারির কোন সনদ নেই।
অত্র এলাকার ফারুক খান জানান, শিশুটি অসহায় পরিবারের তাই বিচার চেয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণপাড়া থানা ইনচার্জ, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে দরখাস্ত দেওয়া আছে।
এই নামদারী ভূয়া ডাক্তার মোঃ কামাল অত্র এলাকার অনেক মানুষের সাথে প্রতারনা করে যাচ্ছে আর এদিকে অকালে কারো হাত পা অঙ্গ হারাতে হচ্ছে ভুল চিকিৎসা সেবা করার কারনে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই অমর্ত্য মজুমদার বলেন, অভিযোগের বিষয়টির তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে