স্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান বাশার
গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ-এর শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনসহ যোগ করুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে ‘গণহত্যা বন্ধ করো’, ‘গাজা আজ রক্তে রাঙা’, ‘মানবতা লজ্জিত’, ‘We stand with Palestine’—ইত্যাদি প্রতিবাদী শ্লোগান লেখা ব্যানার প্রদর্শিত হয়।
কলেজের অধ্যক্ষ বলেন, “ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা কোনোভাবেই মানবতা মেনে নিতে পারে না। আমাদের শিক্ষার্থীরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানবিক চেতনা থেকে।”
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথ সুগম করা হয়।
শিক্ষার্থীরা বলেন, “আমরা শিক্ষার্থী, কিন্তু চুপ থাকতে পারি না। আমরা মানবতার পক্ষে, নির্যাতিতদের পক্ষে। আমাদের এই আওয়াজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক।”
এই কর্মসূচি শিক্ষার্থীদের শুধু রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশই নয়, বরং তা ছিল মানবিক মূল্যবোধ, ন্যায্যতা ও শান্তির পক্ষে একটি সোচ্চার কণ্ঠস্বর