ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ধোবাউড়া থানা অদ্য ১৪/০৪/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে সকাল-০৫.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন দুধনই বাজার মোড়ে চেক পোষ্ট করা কালে একটি সাদা গাড়ী মাইক্রোবাস দেখিয়া থামার জন্য সংকেত দিলে মাইক্রোবাস চালক পুলিশের সংকেত অমান্য করিয়া দ্রত গতিতে গাড়ী চালাইয়া ধোবাউড় থানাধীন কলসিন্দুর বাজারের দিকে চলিয়া যায়। চেক পোষ্টে ডিউটিরত এসআই(নিঃ) ছলিমদ্দিন দ্রত সরকারী পিকআপ যোগে উপরোক্ত মাইক্রোবাস পিছনে ধাওয়া করেন। উক্ত মাইক্রোবাস চালক ধোবাউড়া থানাধীন দুধনইবাজার হইতে কলসিন্দুর গামী জনৈক সিরাজুল ইসলাম এর বাড়ীর সামনে ব্রীজের উপর রাখিয়া অজ্ঞাতনামা চালক পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আকটকৃত মাইক্রোবাস তল্লাশী করিয়া ৪৫ বোতল মদ উদ্ধার করা হয় যাহার মূল্য অনুমান (১,৩৫,০০০/-) টাকা) এবং ০১টি মাইক্রোবাস যাহার অনুমান মূল্য (২০,০০০০০/-) টাকা। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী
Leave a Reply