স্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান বাশার
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ও রহস্যময় পাগলা মসজিদের দানবাক্স খুললেই যেন চোখ ধাঁধানো অঙ্কের ঝড় ওঠে।
এবারের চিত্র আরও বিস্ময়কর! প্রায় ৪ মাস ১১ দিন পর খোলা দানবাক্স থেকে মিলল ২৮ বস্তা টাকা। গণনা শেষে হিসেব দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা—যা শুধু রেকর্ডই নয়, এই মসজিদকে বাংলাদেশের সবচেয়ে দানপ্রবণ ধর্মীয় স্থানে পরিণত করেছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের উপস্থিতিতে দানবাক্স খোলার কাজ শুরু হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণনায় অংশ নিয়েছেন:২৮৫ জন মাদ্রাসা ছাত্র ৫০ জন ব্যাংক কর্মকর্তা ৩৪ জন মসজিদ কমিটির সদস্য ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
শুধু নগদ অর্থ নয়, বিগত বছরগুলোর মতো এবারও পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, এবং নানান মূল্যবান সামগ্রী।
দর্শনার্থীদের চোখে মুখে বিস্ময়:
মসজিদ চত্বরে আগত মানুষজনের চোখেমুখে বিস্ময় আর শ্রদ্ধার ছাপ। কেউ বলছেন, “এ যেন অলৌকিক কিছু!” কেউ আবার মসজিদের আধ্যাত্মিক শক্তির প্রতি বিশ্বাস রেখে দান করেছেন সর্বস্ব।
এ যেন এক মানবতার মিলনমেলা যেখানে ধর্ম, শ্রদ্ধা ও সহানুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়
Leave a Reply