নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পথসভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে নলডাঙ্গা সেতুর থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে,পূর্বসোনাপাতিল,পাটুল,খোলাবাড়িয়া,খাজুরা,মাধনগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাত ৯টা পর্যন্ত পথসভা করেছে,নাগরিক পার্টি নেতা-কর্মীরা।
পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ ফয়সাল আহম্মেদ।
এছারা পথসভায় উপস্থিত ছিলেন,খিলক্ষেত ১নং প্রতিনিধি তৌফিক আহম্মেদ মুসা,নাটোর প্রতিনিধি হারুন,পিয়াস,তাইজুল,নলডাঙ্গা প্রতিনিধি কাজি আসিকুর রহমান,বাদশা,রাকিবুর ইসলামসহ অনেকে।
পথসভায় বক্তারা বলেন,আমরা জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা এখন থেকে জনগনের জন্য নলডাঙ্গা উপজেলায় কাজ করবো।
জনগনের দূভোগ কমাতে ফ্যাসিস আওয়ামীলীগের সিন্ডিকেট ভাঙ্গতে হবে।
Leave a Reply