বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রুমান এর ছোট ভাই ছাত্রদল নেতা হাওলাদার রিগান এর রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
সোমবার (১৭ মার্চ) সুগন্ধি হাফেজিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা অলিউল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিলে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, এলাকাবাসী ও ধর্মপ্রাণ রোজাদার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় হাফেজ মাওলানা অলিউল্লাহ মরহুম হাওলাদার রিগানের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, হাওলাদার রিগান তার একটি ছোট সন্তান রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের কেও একদিন চলে যেতে হবে। তাই আমাদের যাওয়ার জন্য নেক আমল, বেশি বেশি ইবাদাত বন্দেগি করতে হবে। যে কাজ করলে আল্লাহ ও তার রাসূল খুশি হন, সেই কাজ করতে হবে।
Leave a Reply