ছাত্রদল নেতাকে অব্যাহতি শুক্রবার(১৪ মার্চ) বিকালে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
নাটোর প্রতিনিধিঃ
অব্যাহতি পাওয়া মিজানুর রহমান নলডাঙ্গা পৌর ছাত্রদল শাখার আহবায়ক ও নলডাঙ্গা পৌরসভার ৩নং ওর্য়াডের আবু তালেবের ছেলে।
ওই চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ মিজানুর রহমানকে অব্যাহতি করা হলো।
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিজানুর রহমানের সাথে কোন রূপ সাংগঠনিক সর্ম্পক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।