1. admin@cumillacrimebarta.com : rezaul : info.comilla crime
  2. comillacrime7@gmail.com : faisal shikder : faisal shikder
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বুড়িচং উপজেলা ছাত্রদলের  আগামীর কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা ও দিকনির্দেশনা মূলক সভা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা এবার ১১৬ বছরে পা দিল প্রসাদনগর এতিমখানায় নানান দুর্নীতি ও অবৈধ পারিবারিক কমিটি বিলুপ্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন বাগেরহাটে মুক্তিপণেরর দাবিতে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার আটক-৪ মাদক বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ ব্যবস্থা না নিলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষনা নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে একটি বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন মাদকের গডফাদার এলিজা কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের ডিজিএমের বিরুদ্ধে মাটি, গাছ ও যন্ত্রাংশ অবৈধ বিক্রির অভিযোগ ব্রাহ্মণপাড়ায় হাড়ভাঙ্গা ডাক্তারের ভুল চিকিৎসায়  শিশুর হাত অকেজোর পথে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে অতিরিক্ত ভাড়া নেয়ায় সিএনজি চালক’কে ৫ দিনের জেল

ভূমি অধিগ্রহণ ছাড়াই দখল,মানববন্ধন-বিক্ষোভ মিছিল-৭ দিনের আল্টিমেটাম

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ভূমি অধিগ্রহণ না করেই দখল করে সড়ক নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।

সেই সাথে এই বিষয়ে ৭ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে,সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারি দেওয়া হয়।

বুধবার(১২ মার্চ) বেলা ১০টায় দিকে নাটোর-নওঁগা আঞ্চলিক মহাসড়কের মাধনগর ভাদরিপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়। এর আগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়।

লিখিত অভিযোগ আবেদনকারী মোঃ খাত্তাব হোসেন প্রাং উল্লেখ করেন,এই জমির মালিক আমরা পাঁচ ভাই। আমাদের জমির খারিজ-খাজনা সব রয়েছে।

জমির মৌজা-পশ্চিম মাধনগর,জে.এল.নং ১৬৯,আর.এস.খং নং ১৩৮৯,প্রস্তাবিত খং নং ১৭২৮/৩১৮, হিসাব নং- ২০৭৪,আর.এস দাগ নং ৫৬২২, রকম-পুকুর, পরিমাণ-৪৯ শতাংশ। ১৯৮২ সালের ২ অধ্যায় এর ৬ ধারার বিধান মোতাবেক উক্ত সম্পত্তি অধিগ্রহন না করে ১০ শতাংশ সম্পত্তি (পুকুর) নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক জোর পূর্বক দখল করিয়াছেন।

বর্তমানে আবার উক্ত মহাসড়ক পশ্চিম পার্শ্বে ৩৬ ফুট উত্তর-দক্ষিণ বরাবর প্রায় ২০০ ফুট জায়গা জুড়ে মাটি ভরাট শুরু করেছে,তাতে আমাদের পুকুরের বাঁকি অংশ আর পুকুর হিসাবে গণ্য হবে না।

তাই সরকারের কাছে আমাদের দাবি,আমাদের জমি অধিগ্রহণ করে তারপর সড়ক নির্মান করা হোক। এই ভাবে জবর দখল করলে আমাদের অপূরনীয় ক্ষতি হবে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য,মোঃ খাত্তাব হোসেন প্রামানিক,মোঃ সাহাদৎ হোসেন,মোঃ হাসান আলী বলেন,জমি অধিগ্রহণ না করেই আমাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু আমরা ক্ষতিপূরণ চেয়েও পাচ্ছিনা। সড়কের জন্য আমাদের কিছু জমি চলে যাবে।

আমরা সবাই চাই,সড়কটি হোক। তবে আমরা আমাদের ক্ষতিপূরণও চাই। ৭ দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করা না হলে,প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করতে বাধ্য হবো। এবিষয়ে সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি