গোলাম কিবরিয়া
গত সোমবার ১০ মার্চ সাড়ে ৬ টায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই/রিপন সরকার তার সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার,
মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালীন দাউদকান্দি মডেল থানার দাউদকান্দি বিশ্বরোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় অবস্থান করছে। বিষয়টি তিনি তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর সার্বিক সহায়তায়
এসআই/রিপন সরকার তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে গত ১০/০৩/ ৭.৩৫ মিনিটে দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ হতে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য মোঃ মামুন কে আটক করা হয়।
গ্রেফতার পরবর্তীতে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তার নিকট ০২টি অস্ত্র গুলিসহ বর্তমানে তার বসত ঘরে বারান্দার তাক হতে বাজার করা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো অবস্থায় আছে।
এই ধারাবাহিকতায় মোঃ মামুন এর বসতবাড়ি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ভর্তি ০৩ রাউন্ড গুলি ছিল,
এবং একটি দেশীয় তৈরি পাইপগান, ০৩। ০২ (দুই) রাউন্ড কার্তুজ (তাজা গুলি) উদ্ধার করা হয় বলে জানান।
এসময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ মামুন জানায় যে, তার বন্ধু মোঃ আরিফ এর নিকট আরো একটি বিদেশী পিস্তল আছে। এবং বর্তমানে সে গৌরীপুর বাজারে অবস্থান করছে।
পরবর্তীতে আসামী মোঃ মামুন এর শনাক্ত মতে গৌরীপুর বাজার হতে তার বন্ধু মোঃ আরিফ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে মোঃ আরিফ তাহার নাম, ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তার নিকট একটি বিদেশী পিস্তল আছে যা তার বসত ঘরে তার খাটের জাজিমের ভিতরে সুকৌশলে লুকানো রয়েছে।
উক্ত স্বীকারোক্তির প্রেক্ষিতে মোঃ আরিফ এর বসতঘর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ভর্তি ০৩ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা দায়ের করেন বলে জানান।