সাভার,নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা জেলা উত্তর জেলার ছাত্রদল এর উদোগে, ইফতার বিতরন আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদল উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ করা হয় পুলিশ টাউন বাস ষ্টান,সাভার,ঢাকায় এই আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সবার প্রাণপ্রিয় নেত্রী জনদরদি সমাজসেবী গরিব দুখী অসহায় নিরীহ মানুষের বন্ধু মৌসুমি দেওয়ান আরও উপস্থিত ছিলেন মাহমুদা, এনি, সুমি আহমেদ, ছাত্রদলের বিএনপি নেতাকর্মীরা।
মৌসুমি নেত্রী বলেন গরিব অসহায় নিরীহ দুঃখী মানুষের পাশে আমি সব সময় থাকবো ইনশাল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন করার উদ্দেশ্য হলো, পথচারী শিশুু দরিদ্র নিরীহ অসহায় মানুষ,
মাঠ কর্মী, গার্মেন্টস কর্মী, অটো চালক,সি,এন,জি চালক রিকশা চালক বাস চালক এবং যাত্রীবাহী মানুষ রোজাদারকে ইফতার করাবো।মৌসুমী নেত্রী বলেন বিএনপি’র উপর আস্থা রাখুন আমরা কথা দিলাম গরিব অসহায় মানুষের পাশে সব সময় পাশে থাকবো। আপনেরা যেকোনো সমস্যা শেয়ার করবেন। আমরা বিএনপি নেতাকর্মীরা সাভার এলাকায় দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ভূমিকায় ছাত্রদল কাজ করতেছেন।
তিনি আরে বলেন এই রোজার মাস রহমতের মাস বরকতের মাস নেয়ামতের মাস আপনারা সবাই রোজা রাখবেন। রোজা রাখলে ইফতার করে আনন্দ পাবেন। মৌসুমি দেওয়ান ইফতার বিতরণ করে সবার নিকট দোয়া ও সমর্থন চান।
Leave a Reply