যানজটের ভোগান্তি থেকে ব্রাহ্মণপাড়াবাসীকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে ও ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে দরিয়ারপাড়,
সাহেবাবাদ চেকপোস্ট ও মিরপুর, মাধবপুর চেকপোস্ট গুলোতে গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করা হয়েছে
যাতে কোনো ট্রাক সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রবেশ করতে না পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যানদেরও ব্যানার, মাইকিং এর মাধ্যমে প্রচার ও বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া যানজট নিরসনে নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। আনসার সদস্য ও গ্রাম পুলিশদের উৎসাহিত করার জন্য
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণপাড়া কয়েকটি পয়েন্টে পরিদর্শন করেন। এসময়, রাস্তার দুপাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানসমূহকে সরিয়ে দেওয়া হয়। যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্ত কাম্য।
Leave a Reply