জানা যায় এই রাস্তাটি বেস কিছু দিন আগে কাজের জন্য টেনডার পেলাও কাজ করতে অনেক সময় লাগিয়েছে।
ডেস্ক নিউজ:-
স্থানীয় এলাকাবাসী অভিযোগ প্রথমে তারা রাস্তার কাজের নামে আগের সলিং তুলে মানুষের চলাচল করা বন্ধ করে রাখেন।।
পরে দীর্ঘদিন সময় পার বর্তমান কাজ করলেও তা হচ্ছে বাজারের সর্বনিম্ন ঈট ভালু কংক্রিট দিয়ে কাজ শুরু করেন।
কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নানতি এলাকায় প্রাচীনতম রাস্তা এটা।
এই রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন তার বিভিন্ন গাড়ি চলাচল করেন এমন কি অ্যাম্বুলেন্স সহ।
তবে বর্তমানে এই রাস্তার কাজ চলমান এবং রাস্তাটি অতীতে ১২ ফিট ছিলো।
এবং বর্তমানে এসে এটাকে ১০ ফিটের রূপান্তরিত করছে নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে।
স্থানীয় এলাকার মানুষের জন্য গাড়ি নিয়ে চলাফেরা করতে সমস্যা হবে বলে জানান কারণ বিগত বছরগুলো ১২ ফুট রাস্তা থাকলেও এখন বর্তমান সেই রাস্তার ১০ফুটে নিয়ে এসেছেন।
এখন বর্তমান গাড়ি চলাফেরা করলে একটি গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বাইপাস করতে সমস্যা হবে বলে জানান।
স্থানীয় বাসী এবং সুশীল সমাজ এ রাস্তাটির যে টেন্ডার পেয়েছে তার সাথে যে কন্টাক্ট নিয়েছে তার সাথে যে কনটেক নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির দাবি জানিয়েছে তার সাথে রাস্তাটি পুনরায় ১২ ফুট করার জন্য আবেদন করেছেন
Leave a Reply