নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে,বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার জুম্মার নামাজের পরে নলডাঙ্গায় ও মাগরিবের নামাজের পর মাধনগরে মিছিল-সমাবেশ করা হয়। নলডাঙ্গায় মিছিলটি পৌরসভা মোড় থেকে শুরু করে নলডাঙ্গার থানার সামনে দিয়ে নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে হয়,সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তরা এবং মাধনগরে মাগরিবের নামাজের পর মিছিলটি মাধনগর বাজার,নাটোর-নওঁগা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়,সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বক্তারা। মিছিল শেষে বক্তব্য রাখেন,
নলডাঙ্গা উপজেলা জামাত ইসলামের আমির আব্দুর রব,শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদসহ অনেকে।
সংক্ষিপ্ত বক্তব্যে তারা উল্লেখ করেন,বাংলাদেশ জাতীয় সংসদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সংসদ পরিচালনা করতে হবে এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে,পবিত্র রমজান মাসে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে,রমজানের পবিত্রতা রক্ষার্থে পুরো রমজান মাস সকল হোটেল রেস্তোরাঁ দিনের বেলায় বন্ধ রাখতে হবে।
মিছিল-সমাবেশে আরও অংশগ্রহণ করেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম নলডাঙ্গা পৌর শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল বারী,নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা,মাকসুদুর রহমান লাভলু,আসরাফুল ইসলাম বাবু,এছারা আসরাফুল ইসলাম,তছিরউদ্দিনসহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা
Leave a Reply