রাজধানীর রামপুরায় বেপরোয়া গতির বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।