বলিউড ভাইজান সালমান খান এবার দেখা দিলেন রুদ্র মূর্তিতে। ‘সিকান্দর’র প্রথম ঝলকেই সাড়া ফেলেছিলেন তিনি।
বলিউডের সিনেমাতে লড়াইয়ের দৃশ্যে সালমানের জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ভাইজান।
শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। সিনেমাতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দর’ বলে। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই যার উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নেয় নিমেষে। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।