যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে’র নিজ বাড়িতে পাওয়া গেছে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ।
হলিউড মাধ্যমের খবর, হ্যাকম্যান-বেৎসির সঙ্গে তাদের প্রিয় পোষ্যর মৃতদেহও পাওয়া যায় সেই বাড়ি থেকে।
সান্তা ফে’র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে।