স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে চার দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।
এর আগে টানা গত ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। ৮ দফা স্বর্ণের দাম বাড়ানোর পরে দেশের বাজারে মূল্যবান এ ধাতুটির দাম এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কমানো হয়েছে। আজ নিয়ে টানা দ্বিতীয় বার স্বর্ণের দাম কমানো হয়েছে। এখন পর্যন্ত ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।