তিন সন্তান নিয়ে সীমা আছেন মহাঝামেলায়। তার ওপর হঠাৎ শাশুড়ি বছর দুয়েক ধরে প্যারালাইজড।
সংসারের ঝক্কি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। কারণ বড় দুই ছেলেকে প্রতিদিন সকালে স্কুলে পাঠাতে হয়। ছোটটিরও যত্ন নিতে হয় নিয়মিত। তাছাড়া স্বামীর অফিস ও শাশুড়ির বাড়তি কাজতো রয়েছেই। এত সব কাজের ভিড়ে পাগলপ্রায় সীমা নিজের জন্য বরাদ্দ কোনো সময় নেই। কথায় বলে, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। সুতরাং আপনাকেই করতে হবে নিজস্ব টাইম ম্যানেজমেন্ট। যাতে সারা দিনের কাজের চাপেও নিজের জন্য কিছু সময় বরাদ্দ থাকে। যেভাবে সময় সাশ্রয় করবেন, এমন কিছু কৌশল দেওয়া হলো: