এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধু্রীর।
ম্যাচটিকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা হয়নি ৩৮ সদস্যের দলে থাকা ৮ জন ফুটবলার- জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদি হাসান মিঠু ও সাকিব আল হাসানের।